fbpx

কেমন হলো চেলসিতে এনজোর অভিষেক?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মধ্যবর্তী দলবদলে এনজো ফার্নান্দেজকে কিনে ইতিহাস গড়েছে ইংলিশ ক্লাব চেলসি। ইতোমধ্যে নতুন ক্লাবের হয়ে অভিষেকও হয়ে গেলো আর্জেন্টিনার এই তরুণ ফুটবলারের। এনজোর ফ্যানবেজ যে যথেষ্ট বড় তার প্রমাণ পাওয়া গেলো স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির সমর্থকদের অনেকেই এদিন এনজোর ৫ নম্বর জার্সি পরে মাঠে খেলা দেখতে আসেন। ফ্যানদের মুখে স্লোগানও শোনা যায় বিশ্বকাপজয়ী এই তরুণের নামে।

তবে এনজোর অভিষেক ম্যাচে জিততে পারেনি তার দল। পুরো ম্যাচে দাপট দেখালেও ফুলহ্যামের সাথে পেরে ওঠেনি গ্রাহাম পটারের চেলসি। গোলশূন্য থেকেই শেষ হয় খেলাটি। কাই হাবার্টজের বেশকিছু শট দুর্দান্তভাবে সেভ করেন ফুলহ্যাম গোলরক্ষক বের্নড লেনো। পুরো নব্বই মিনিটে এনজোকে দেখা গেছে তার ছন্দে। মাঝমাঠ থেকে ফুলহ্যামকে দারুণভাবেই ভোগাচ্ছিলেন এই আর্জেন্টাইন। খেলার ৭১ মিনিটে এনজো বুলেট গতির একটি শট নেন। তবে সেটি গোলবারের লক্ষে থাকেনি।

একই দিনে চেলসির আরও দুই জন প্লেয়ারের ডেব্যু হয় এই ম্যাচে। তারা হলেন ইংলিশ উইঙ্গার ননি মাদুইয়েকে এবং আইভরিকোস্ট ফরোয়ার্ড ডেভিড ফোফানা।

Advertisement
Share.

Leave A Reply