fbpx

কোটালীপাড়ার বাবুর খালে বাছারি নাওয়ের বদরবদর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কার বৈঠায় কত জোর। অন্যকে পিছে ফেলতে মল্লাদের বৈঠার টান পড়ছে একই তালে। ছলাৎ ছলাৎ শব্দে দোলা দিচ্ছে দুই কুলে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের মন।

কোটালীপাড়ার বাবুর খালে বাছারি নাওয়ের বদরবদর

প্রায় দুইশ বছর ধরে হচ্ছে এই বাইচ। ছবি: পল্লব হালদার

শুক্রবার বিশ্বকর্মা পুজা উপলক্ষে নৌকা বাইচ হয় গোপালগঞ্জের বাবুর খালে। কলাবাড়ির ইউনিয়নের কালিগঞ্জ বাজার থেকে খেজুর বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এ বাইচে অংশ নেয় ছিপ, কোষা, বাছারিসহ নানা রকম নৌকা। তবে গয়না পরা বাছারি নজর কাড়ে সবচেয়ে বেশি।

দুপুর থেকেই নানা বর্ণে ও গয়নায় বর্ণিল সাজে দৃষ্টি নন্দন এসব নৌকা পাল্লা দিতে শুরু করে। চলে সন্ধ্যা পর্যন্ত। শুধু কি বাইচ? নৌকায় গাওয়া জারি, সারি গানেও আকর্ষণের কমতি থাকে না দর্শকের।

প্রায় দুইশ বছর ধরে এই এলাকায় নৌকা বাইচ হয়ে আসছে। এ বাইচ কেউ আয়োজন করে না। মনের আনন্দেই স্থানীয়রা নিদৃষ্ট দিনে বাইচে অংশ নেন। এরপর দূর্গা ও লক্ষী পূজা উপলক্ষেও কালিগঞ্জসহ কোটালিপাড়ার বিভিন্ন স্থানে বাইচ হয়।

Advertisement
Share.

Leave A Reply