fbpx

‘কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যারা সংখ্যালঘুদের ওপর হামলা করছে তাদের কঠোরভাবে দমন করা হবে।

শুক্রবার (১৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নতুনভাবে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা এই ষড়যন্ত্রেরই অংশ।

ড. হাছান মাহমুদ বুধবার (১৭ মার্চ) সকালে সুনামগঞ্জের শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ হামলার জন্য বিএনপি’কে দায়ী করে বলেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য দলটি পরিকল্পিতভাবে এই হামলা ঘটিয়েছে।

তিনি বিএনপি’কে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আলোচনা সভায় দেয়া তার বক্তব্যে।

Advertisement
Share.

Leave A Reply