fbpx

কোভিড পর্ব শেষে কনসার্টে নগরবাউল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
ফারুক মাহফুজ আনাম জেমস তার কেতাবি নাম। তবে বাংলা রকের এই মহাতারকা তার ভক্তদের কাছে পরিচিত ‘গুরু’ নামে। শহরে যিনি উল্লাস স্রষ্টা বিবাগী ‘নগরবাউল’। জেমসের ব্যান্ড দলের নামও তাই নগরবাউল।
কোভিড পর্ব শেষে কনসার্টে নগরবাউল

গায়কি, গিটার বাদন আর অন্যরকম ব্যক্তিত্বের অল্প কথা মিলিয়েই জেমসের কনসার্ট ভিন্ন। ছবি: ফেসবুক

গত বছরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শেষ কনসার্টে দাঁড়িয়েছিলেন নগরবাউল জেমস। এরপর ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এরপর আর কোনো কনসার্টে আন্তর্জাতিক রকস্টার জেমসকে পায়নি ভক্তরা।

কোভিড পর্ব শেষে কনসার্টে নগরবাউল

প্রজন্মের পর প্রজন্ম জুড়ে উল্লাস স্রষ্টা এই নগরবাউল। ছবি: ফেসবুক

অবশেষ শোকের কোভিডপর্ব শেষে কনসার্টে ফিরছেন নগরবাউল জেমস। আগামী ১২ মার্চ একটি কনসার্টে অংশ নেবেন তিনি। মিরপুর ১৪ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত হবে এ কনসার্ট। কনসার্টের আয়োজক ‘ক্লাসরুম এসএসসি ২০০১’। এর আগে অবশ্য ৫ মার্চ একটি করপোরেট শো’তে অংশ নেবেন জেমস।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এ সুবার্তা নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
গত ১০ ফেব্রুয়ারি কোনো সেলিব্রেটির মতো নয়, সাধারণের কাতারে দাঁড়িয়ে নিজ উদ্যোগে শাহবাগের বিএসএমএমইউ-তে হাজির হয়ে কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন জেমস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয় নগরবাউলের এ অনন্যতা।
Advertisement
Share.

Leave A Reply