fbpx

কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোম্পানীগঞ্জে কিছুদিন ধরে যে বিশৃঙ্খলা চলছে, সে ব্যাপারে সরকার ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে ।

১১ মার্চ বৃহস্পতিবার জয়পুরহাটে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি ।

মন্ত্রী বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তিনি যত বড়ই নেতাই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় জনগণের সঙ্গে নেতা-কর্মীদের ভালো আচরণ করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা যদি জনগণের সঙ্গে ভালো আচরণ না করি, তাহলে শেখ হাসিনার সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। আপনারা জনগণকে আচরণ দিয়ে খুশি রাখবেন, এটি শেখ হাসিনার বার্তা। আমি আপনাদের সেই বার্তা পৌঁছে দিচ্ছি। জনগণই আমাদের শক্তি। কাজেই জনগণকে জিম্মি করে কোনো কর্মসূচি দেবেন না।’

বিতর্কিত ব্যক্তিদের দলে টেনে ত্যাগী নেতাদের উপেক্ষিত না করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের বাঁচাতে হবে। খারাপ লোকদের দলে টেনে দল ও গ্রুপ ভারী করার দরকার নেই।’

তিনি বলেন, ‘দলের মধ্যে যাঁরা অপকর্ম, অনিয়ম ও দুর্নীতি করছেন, আমাদের নেত্রী কাউকেই ছাড় দিচ্ছেন না। আওয়ামী লীগের জনপ্রতিনিধিরাও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হচ্ছেন। এখানে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনকে বলে দেওয়া হয়েছে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না। কে কোন পরিচয়ের, সেটা দেখবে না।’

Advertisement
Share.

Leave A Reply