fbpx

ক্যাচ মিসের খেসারত দিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ম্যাচের ৬৪তম ওভারের ৩য় বলে তাইজুল ইসলামের করা ডেলিভারিতে আউটসাইড এজ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে সে সুযোগটা লুফে নিতে পারেননি স্লিপে থাকা একমাত্র ফিল্ডার মাহমুদুল হাসান জয়। ম্যাথিউসের রান তখন ৬৯*। জীবন পাওয়া ম্যাথিউস দিন শেষে অপরাজিত ১১৪ রানে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৯০ ওভারে ৪ উইকেটে ২৫৮ রান।

টস জিতে ব্যাটিং নেয়া লঙ্কানরা তাদের প্রথম উইকেট হারায় দলীয় ২৩ রানে। নাঈম হাসানের বলে এলবিডাব্লিউ হন অধিনায়ক এবং ওপেনার দিমুথ করুনারত্বে। ৬৬ রানে আবারো নাঈমের আঘাত, এবার ওশাদা ফার্নান্দো। প্রথম সেশন দুই উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো সুযোগ দেননি ম্যাথিউস এবং কুশাল মেন্ডিস।

তৃতীয় সেশনের প্রথম বলে তাইজুলের বলে নাঈমের হাতে ক্যাচ দেন মেন্ডিস। ৬৬তম ওভারে দলীয় ১৮৪ রানে লঙ্কানদের চতুর্থ উইকেট নেন সাকিব আল হাসান। তৃতীয় সেশনে আর কোনো উইকেট পড়েনি।

Advertisement
Share.

Leave A Reply