fbpx

ক্রিকেটে ‘বাংলাদেশি ব্র্যান্ড’ সুস্পষ্ট হচ্ছে প্রতিক্ষণে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ‘বাংলাদেশি ব্র্যান্ড’ ক্রিকেট খেলতে চান। সেটি যেন স্পষ্ট হচ্ছে প্রতি ম্যাচে, প্রতিক্ষণে।

তৃতীয় ওয়ানডের আগে অধিনায়ক তামিম বলেন, ‘প্রথম দুই ম্যাচের ঘাটতির জায়গাগুলো তারা পূরণ করতে চান শেষ ম্যাচে। আমি নিশ্চিত, উন্নতির আরও অনেক জায়গা আছে। পরিপূর্ণ ম্যাচ খুব কম সময়ই খেলতে পারা যায়। আমরা তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি। বোলিং আরেকটু ভালো করতে পারি, ফিল্ডিং ভালো করতে পারি। ব্যাটিংয়ে অনেকে ভালো শুরু পেয়েও চালিয়ে যেতে পারছে না, কাজ শেষ করে ফিরতে পারছে না। এই জায়গাগুলোয় নিশ্চিতভাবেই আমাদের উন্নতি করতে হবে।’

ক্রিকেটে ‘বাংলাদেশি ব্র্যান্ড’ সুস্পষ্ট হচ্ছে প্রতিক্ষণে

‘আমরা তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি’- বললেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ছবি : ফেইসবুক

তিনি আরো বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ (বিশ্বকাপ) এগিয়ে আসছে, কোয়ালিফাই করতে হলে উন্নতি করে যেতেই হবে। সামনে দেশের বাইরেও খেলতে হবে আমাদের। ভিন্ন কন্ডিশনে কাজটা সবসময় কঠিন। এটা তাই নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলে সবকিছু যেন ঠিকঠাক করতে পারি।’

ক্রিকেটে ‘বাংলাদেশি ব্র্যান্ড’ সুস্পষ্ট হচ্ছে প্রতিক্ষণে

রবিবারের অনুশীলনে টিম টাইগারস। ছবিসূত্র : বিসিবি

কোচ ফিল সিমন্সের চাওয়া, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ১০টি পয়েন্ট অন্তত পাওয়া। টিমের স্বাভাবিকভাবেই দৃষ্টি আছে ওই ১০ পয়েন্টে। সুপার লিগে আগামী মার্চেই দলকে খেলতে হবে নিউজিল্যান্ডে। দেশের বাইরের চ্যালেঞ্জ আছে আরও। চেনা কন্ডিশন আর খর্বশক্তির প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো পয়েন্ট তাই হারাতে চান না তামিম।

 

Advertisement
Share.

Leave A Reply