fbpx

‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ আছেন। নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে। সন্ধ্যায় তাকে এইচডিইউতে নেয়া হয়েছে। প্রয়োজনে ভ্যান্টিলেশন দিতে হতে পারে তাকে।

গত ৭ অক্টোবর পেটের ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  (বিএসএমএমইউ) ভর্তি করা হয় রফিকুল ইসলামকে। ৮৭ বছর বয়সী এই অধ্যাপককে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে পানি ধরা পড়ে। তখন থেকে তিনি সেখানে বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা রফিকুল ইসলামকে ভারতে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি।

কিন্ত হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চারদিন আগে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু করা হয়।

অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply