fbpx

ক্ষমতায় থাকতে পারবেন কি ইমরান খান?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শেষ পর্যন্ত কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে পারবেন? এমন প্রশ্ন এখন অনেকেরই মনে। বিশেষ করে যারা এশিয়ার রাজনীতির ময়দানে চোখ রাখেন।

জিও টিভির বরাত দিয়ে বেশ কিছু গণমাধ্যম বলছে অনাস্থা ভোটে ১৯৯-১৪২ ভোটে পিছিয়ে পড়েছেন ইমরান।

আগামী ৩ এপ্রিল পাকিস্তানের সংসদে আস্থা ভোট। সংসদের মোট সদস্য সংখ্যা ৩৪২। ম্যাজিক ফিগার ১৭২। অর্থাৎ ক্ষমতায় টিকে থাকতে ইমরান খানের প্রয়োজন ১৭২টি ভোট। ইমরান খানের দল ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ’র (পিটিআই) জোট শরিক এমকিউএমের ভোট ছিল ৭টি। এমকিউএম বিরোধী দলের সঙ্গে হাত মেলানোর পর ঐক্যবদ্ধ বিরোধী দলের পক্ষে সংসদ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭। ইমরানের সমর্থনে আছেন ১৬৪ জন সদস্য।

এদিকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইমরান একাধিক বৈঠক করেছেন বলেও জানায় জিও।

২৮ মার্চ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশে নেতৃত্ব দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।

Advertisement
Share.

Leave A Reply