fbpx

ক্ষমা চেয়েও পার পেলেন না মুশফিক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বলা হয়ে থাকে, ক্রিকেট ভদ্র লোকের খেলা, সেজন্য ক্রিকেটীয় শৃঙ্খলা ভঙ্গে কোন ছাড়ও দেয়া হয় না। তাই ছাড় পেলেন না মুশফিকুর রহিমও। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমেনেটর ম্যাচে নিজ দলের সতীর্থ নাসুম আহমেদের সাথে বাজে আচরণের জন্য ম্যাচ ফি’র ২৫ ভাগ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর সাথে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

ক্ষমা চেয়েও পার পেলেন না মুশফিক!

ছবি: সংগৃহীত

মাঠে অন্যরকম এক মুশফিককে দেখা গেছে এলিমেনেটর ম্যাচে। বার বার মেজাজ হারিয়েছেন। ঢাকা-বরিশাল ম্যাচের ফিল্ডিং করার সময় দু’বার নাসুমের দিকে উদ্যত হন মুশফিক। বিষয়টি নজরে এসেছে আম্পায়ারদেরও। ম্যাচের পর আম্পায়াররা আচরণবিধি ভাঙার দায়ে অভিযোগ আনেন সিনিয়র এই ক্রিকেটারের বিরুদ্ধে। মুশফিক নিজের দোষ স্বীকার করে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণ বিধির লেভেল ১ ভাঙার দায়ে শাস্তি দেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

তবে, সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের অশোভন আচরণের জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন মুশফিক। নাসুমের কাছে দু:খ প্রকাশ করার কথাও বলেন বাংলাদেশ দলের সিনিয়র এই ক্রিকেটার।

Advertisement
Share.

Leave A Reply