fbpx

কড়া ভাষায় ফেসবুককে চিঠি দেওয়া হয়েছে: মোস্তাফা জব্বার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ চাইলে ফেসবুক-ইউটিউবের যে কোনো কনটেন্ট মুছে ফেলতে পারে এবং এই সক্ষমতা আমরা অর্জন করেছি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘যেকোনো ওয়েবসাইট বন্ধ করার সক্ষমতা আমরা আগেই অর্জন করেছি। এখন ফেসবুক, ইউটিউবের ভিডিও বা ছবি সরানোর প্রযুক্তি আমরা অর্জন করেছি। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। এ কারণে এখনও এগুলো আমরা বন্ধ করিনি। তাদের সঙ্গে আলোচনা করছি বলেও জানান তিনি।

শুধু তাই নয়, কুমিল্লার ঘটনায় বেশ কড়া ভাষায় ফেসবুককে চিঠি দেয়া হয়েছে বলেও জানান মোস্তাফা জব্বার।

তবে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে ফেসবুক -ইউটিউবকে এককভাবে দায়ী করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যখন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের দাপট ছিল না, তখনও এ ধরনের (সাম্প্রদায়িক হামলা ও গুজব) ঘটনা ঘটেছে। এগুলো রোধ করার জন্য সচেতনতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

দেশে ফাইভজি চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ বছরের মধ্যেই পরীক্ষামূলকভাবে ফাইভজি প্রযুক্তি চালু করা হবে। প্রাথমিকভাবে টেলিটক এ প্রযুক্তি চালু করবে। আগামী বছর থেকে অন্য অপারেটররাও ফাইভজি চালু করবে।’

Advertisement
Share.

Leave A Reply