fbpx

খাদ্যে ভেজাল রোধে কঠিন ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের প্রতিটি বিভাগে একটি করে ফুড টেস্টিং ল্যাবরেটরি তৈরি করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

আজ বৃহষ্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, খাদ্যে ভেজালকারীদের সচেতন করার পাশাপাশি ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষকে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহ দিতে হবে। এমনকি, অনলাইনের মাধ্যমে বিক্রি করার খাবার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কিনা সে বিষয়েও নজর রাখার নির্দেশ দিয়েছেন দেশনেত্রী শেখ হাসিনা।

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নানা উদ্যোগ দিয়েছেন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক তা আগের সরকারগুলো চায়নি।

Advertisement
Share.

Leave A Reply