fbpx

খালেদা জিয়া সিসিইউতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে বেগম জিয়াকে হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

আজ রবিবার (১৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে এ কথা জানান।

কোনো কারণ ব্যাখ্যা না করে জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা ও পরীক্ষাগুলো হচ্ছে।

জাহিদ হোসেন আরও জানান, শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। সে রাতেই চিকিৎসার জন্য আগে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ফলে, তখন থেকেই তিনি হাসপাতালের কেবিনে ছিলেন।

এ বছর তৃতীয়বারের মতো বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে, অসুস্থতার জন্য টানা ২৬ দিন একই হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এ সময় তাঁর বায়োপসি পরীক্ষাও করা হয়।

এরপর, গত এপ্রিলে খালেদা জিয়া আক্রান্ত হন করোনাভাইরাসে। পরে করোনা-পরবর্তী জটিলতায় গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি। সে সময় এক মাসের বেশি সময় হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন বেগম জিয়া।

Advertisement
Share.

Leave A Reply