fbpx

খিচুড়ি খেয়ে অজ্ঞান ২১ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফরিদপুরে কৃষ্ণনগরে খিচুড়ি খেয়ে ২১ জন অজ্ঞান হয়ে পড়েছেন। যার মধ্যে ৬জন একই পরিবারের সদস্য। ঘটনার পরপরই অসুস্থ ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১৭ জানুয়ারি রবিবার দুপুরের পর বারোভাগিয়া গ্রামের সিরাজ মাতুব্বরের বাড়িতে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, সিরাজ মাতুব্বরের বাড়িতে তাদেরই খামারের মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি পেঁয়াজ খেতে কাজ করা ১৫জন শ্রমিকও ওই খিচুড়ি খান। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই একে একে জ্ঞান হারান সিরাজ মাতুব্বর, তার পরিবারের তিন নারী ও এক শিশুসহ ওই শ্রমিকেরা।

পরে তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এলাকাবাসী। সন্ধ্যার পর অসুস্থদের মধ্য থেকে কয়েকজনের জ্ঞান ফিরতে শুরু করেছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ২১ জনেরই চিকিৎসা চলছে, তাদের অবস্থা স্থিতিশীল আছে বলেও জানান তিনি।

ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, এ ঘটনায় পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শত্রুতা করে কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিয়েছে কিনা বা কিংবা চুরির উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply