fbpx

খুবির ইএস ডিসিপ্লিনের অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মত খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী গত শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা র্পযন্ত এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের  অ্যালামনাই এসোসিয়েশনের রেজিস্টার্ড ভোটারগণ অনলাইন ভোটিং ওয়েবসাইট ( http://www.kuesdaa.club/ ) এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রদান করেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ইএস ডিসিপ্লিনে নির্বাচন কমিশন স্ক্রিনের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ রাখেন।

এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩০০ জন রেজিস্টার্ড ভোটারের মধ্যে ২৮৩ জন ভোটার (৯৪.৩৩%) তাদের ভোট প্রদানের মাধ্যমে পছন্দের যোগ্য প্রার্থী বেছে নেন।

ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণা করেন। এই নির্বাচনে ১৫টি পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ ২৫ বছর পর এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল।

নির্বাচনে ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদে যারা নির্বাচিত হয়েছেন- সভাপতি পদে এম. আনোয়ার হোসেন; সাধারণ সম্পাদক পদে মো. এহসানুল হক শিপু; সহ-সভাপতি পদে মো. শিহাব উদ্দিন ও তানিয়া সুলতানা মিমি, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর কবীর; অর্থ সম্পাদক পদে এনামুল হক; দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কৌশিক আহমেদ; লিয়াজো ও জনসংযোগ সম্পাদক মো. মাহফুজুল হক; ক্রীড়া সম্পাদক পদে মো. সাব্বির আহসান; সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে জাহাঙ্গীর মুর্শিদী; পরিবেশ, দুর্যোগ ও সমাজসেবা সম্পাদক পদে মো. অদ্বিত শাহ দূর্জয়; তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে অনিমেষ গাইন; আইন বিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা এবং নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিমা মুখার্জী নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- সৌরভ কুমার মৈত্র (প্রান্ত), দেবাশীষ চক্রবর্ত্তী, মো. হাফিজুর রহমান শেখ, শুভ্রা মন্ডল, উম্মে সুমাইয়া, অনির্বান সাহা, মো. মনোয়ারুল ইসলাম তৌহিদ, আমিনুল হক কাওসার, মো. আশিকুর রহমান, সাকিব রহমান।

উল্লেখ্য, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ০৫ ব্যাচের অ্যালামনাই কল্লোল বিশ্বাস, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে একই ব্যাচের সাইদুর রহমান এবং ০৬ ব্যাচের অ্যালামনাই ফারজানা আক্তার।

Advertisement
Share.

Leave A Reply