fbpx

খুলনা বিভাগে এক মাসে করোনা রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত এক মাসে খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র থেকে জানা গেছে, গত এক মাসে বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৯ জন। তার আগের এক মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫৪০ জন। খুলনা বিভাগে চিকিৎসাধীন করোনা রোগী বেড়েছে ৩ হাজার ৯৬৭ জন।

চিকিৎসকেরা বলছেন, প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন অনেক বেশি। হাসপাতালের শয্যাসংখ্যাও খুবই কম, যা বর্তমানের রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

এদিকে বাগেরহাট জেলায় একদিনে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। যা গত এক সপ্তাহ ধরে ছিল ৩০ শতাংশ।অর্থাৎ শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ১১০ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৫ জনের শরীরে। জেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ জন। এর মধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৫৪৯ জন।

খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৬১৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১৯ জন এবং হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬০ জন।

Advertisement
Share.

Leave A Reply