fbpx

খুলনা মেডিকেলের পিসিআর ল্যাব বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৫ মাসের মাথায় বৃহস্পতিবার থেকে তিনদিনের জন্য বন্ধ থাকছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব।

১ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি এবং খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

ডা. মেহেদী বলেন, বুধবার প্রায় সাড়ে পাঁচশর মতো নমুনা পরীক্ষার সময় দেখা যায়, সবগুলোই পজিটিভ। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে ‘ল্যাব দূষণ’র বিষয়টি ধরা পড়লে বৃহস্পতিবার থেকে ল্যাবটির কার্যক্রম বন্ধ করে দূষণমুক্ত করার সিদ্ধান্ত হয়।

তবে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ও সদর হাসপাতালের করোনা ইউনিটে থাকা রোগীদের নমুনা পরীক্ষার প্রয়োজন হলে নমুনা সংগ্রহ করে খুমেকের আরটি পিসিআর ল্যাব থেকে কিট, রি-এজেন্ট নিয়ে এখানকার জনবলই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাবে শুধু পরীক্ষাগুলো করিয়ে আনবে। খুবিতে একদিনে মাত্র ৯৪টি নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply