fbpx

খোলা বাজারে একশ ছাড়াল ডলারের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের খোলা বাজারে চলছে ডলারের সংকট। বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী ডলার সরবরাহ করতে পারছে না মানিএক্সচেঞ্জগুলো।

এ কারণে প্রতিদিন বাড়ছে ডলারের দাম। গত সোমবার খোলাবাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য ৯৬ থেকে ৯৮ টাকায় বিক্রি হলেও একদিনের ব্যবধানে ডলার প্রতি ৪ টাকা বেড়েছে। গতকাল ১৭ মে (মঙ্গলবার) রাজধানীর বিভিন্ন এলাকায় মানি এক্সচেঞ্জে প্রতি ডলার সর্বোচ্চ ১০২ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

তবে এক্সচেঞ্জ হাউজগুলোর সূত্র বলছে, আজ থেকে ডলারের দাম আরও বাড়তে পারে। এক্সচেঞ্জ হাউজগুলো চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছে না বলেও জানায়। এর বিশেষ কারণ হিসেবে তারা বলছে, হজ মৌসুম আসছে, তাই চাহিদা বেশি থাকায় দাম বাড়তি। তবে আরও দাম বাড়বে বলেও ধারণা করছেন তারা।

এদিকে খোলা মার্কেটের ডলার ব্যবসায়ী জানান, তারা ডলার পাচ্ছেন না। গতকাল থেকে এক ডলারও কিনতে পারেননি। বর্তমানে যারা বিদেশে যাচ্ছেন তাদের কাছে এখন ডলারের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু বাজারে ডলারের দাম বাড়তি।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান কমছে। দেশের ইতিহাসে এর আগে কখনই এক দিনে টাকার এত বড় দরপতন হয়নি। চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক সোমবার মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবার কমায়।

প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

এদিকে চলতি ২০২১-২২ অর্থবছরের ১২ মে পর্যন্ত সব মিলিয়ে ৫০২ কোটি (৫.০২ বিলিয়ন) ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement
Share.

Leave A Reply