fbpx

গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের জানাজা ও দাফন আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘ও সখিনা গ্যাছোস কি না ভুইল্যা আমারে..’ অসামান্য এই গানটির জনক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ফকির আলমগীরকে আজ শনিবার (২৪ জুলাই) রাজধানীর খিলগাঁও মাটির মসজিদে বাদ যোহর জানাজা শেষে তালতলা কবরস্থানে দাফন করা হবে।

শিল্পীর পারিবারিক সূত্র থেকে গতকাল শুক্রবার (২৩ জুলাই) তার দাফনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র থেকে জানা গেছে, আজ বেলা ১১টায় ফকির আলমগীরের প্রথম জানাজা পল্লীমা সংসদে অনুষ্ঠিত হবে। সেখান থেকে শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১২টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর রাজধানীর খিলগাঁও মাটির মসজিদে বাদ যোহর শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে তালতলা কবরস্থানে।

একাত্তরের কণ্ঠযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক বার্তায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে, শুক্রবার (২৩ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাত ১০টা ৫৬ মিনিটে ৭১ বছর বয়সী এই কণ্ঠযোদ্ধার মৃত্যু হয়।

Advertisement
Share.

Leave A Reply