fbpx

গম রপ্তানি বন্ধ করল ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাজারে গমের দাম নিয়ন্ত্রণে রাখতে গম রপ্তানি বন্ধ করেছে ভারত। সাময়িকভাবে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

গতকাল ১৩ মে (শুক্রবার) রাতে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর তাদের এক ঘোষণায় গম রপ্তানি বন্ধের কথা জানিয়েছে। খবর এনডিটিভি

নিজেদের বাজারে বর্তমানে গমের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে গতকালের আগে করা রপ্তানি চুক্তিগুলো বহাল থাকবে বলেও জানিয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। অর্থাৎ শুক্রবার বা তার আগে গম রপ্তানিতে যেসব দেশের সঙ্গে চুক্তি হয়েছে সেগুলো বহাল থাকবে।

বর্তমান রাশিয়া ও ইউক্রেন দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজারে রীতিমতো আগুন লেগছে। বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজেদের বাজারে দাম ঠিক রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর।

গত অর্থবছরে দেশটি রেকর্ড ৬৫ লাখ টন গম রপ্তানি করেছিল। কিন্তু স্থানীয় বাজারে গমের দাম ক্রমাগত বাড়তে থাকায় শেষপর্যন্ত রপ্তানি নিষিদ্ধ করলো ভারত সরকার। তাদের এ সিদ্ধান্তে ক্রেতা দেশগুলো আরও বড় সমস্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply