fbpx

গরীবের নতুন আলু কেন ১৬০ টাকা?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর কাঁচাবাজারে সবসময় আগুন লেগে আছে। তবে সে আগুন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির। শীত মৌসুমে সব ধরনের সবজির দাম সাধারনত ক্রেতার নাগালের মধ্যে থাকে। কিন্ত এখনও বাজারে সবজির দাম কমার কোনো আভাস নেই। এরই মধ্যে বাজারে এসেছে ভারতীয় নতুন আলু। খুচরা বাজারে যার কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে!‍

নতুন আলু কিনতে আসা এক ক্রেতা বলেন, গরীবের নতুন আলু কেন ১৬০ টাকা! এর ব্যাখ্যা দেবে কে? সবজির মধ্যে নতুন আলু অতিরিক্ত দাম কেন? ব্যবসায়ীদের কাছে জানতে চাই- আলু এতো দাম কেন? তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখায়।

আরেক ক্রেতা বলেন, গরিবের ভরসা আলু। শীতে নতুন আলুর মজাই আলাদা। কিন্তু আমাদের মতো মানুষের কল্পনার বাইরে চলে গেছে নতুন আলু। এক কেজি আলু ১৬০ টাকা! ভাবতেও কষ্ট লাগে। ব্যবসায়ীরা যা মন চায় তাই করছে। ওরা শক্তিশালী সিন্ডিকেট, ওরা যা করতে চায় তাই করে।

সবজি বিক্রেতারা বলেন, বাজারে নতুন আলু ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আলু এতো টাকা হওয়ার কারণ কী?

আরেক সবজি বিক্রেতা বলেন, কয়েকমাস ধরে যেমন চড়া দামে সবজি বিক্রি হয়েছে তার চেয়ে দাম কিছুটা কমেছে। তবে নতুন আলু ১৫ দিন আগেও ২০০ থেকে ২৫০ টাকা কেজি বিক্রি করেছি। এখন ১৬০ টাকায় বিক্রি করছি।

তিনি আরও বলেন, ইন্ডিয়ান নতুন আলুর দাম অতিরিক্ত তা আমরা ব্যবসায়ীরা জানি। কিন্তু কিছু করার নেই। এক হাত হয়ে আসে না। বিভিন্ন হাত ঘুরে আমাদের কাছে আসে। ফলে বেশি দামে বিক্রি করতে হয়।

ইন্ডিয়ার একজন কৃষক যদি ২০ টাকা প্রতি কেজি নতুন আলু বিক্রি করে। সেই ২০ টাকার আলু ঢাকার বাজারে আসতে আসতে ১০ গুণ বেড়ে যায় বলেও জানান এই সবজি বিক্রেতা।

Advertisement
Share.

Leave A Reply