fbpx

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৬টি শিশু এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের দুই শীর্ষ নেতা খালেদ মানসুর ও তাইসির জাবারি রয়েছেন। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এ তথ্য।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার থেকে প্রায় ৬০০’র মতো ফিলিস্তিনি রকেট ও মর্টার ইসরায়েল অভিমুখে ছোড়া হয়েছে।

ইসরায়েল বলছে, ইসলামিক জিহাদ গ্রুপের তরফ থেকে “আশু হুমকি”র পরিপ্রেক্ষিতে তারা এ অভিযান শুরু করেছে।

২০২১ সালের মে মাসে দু’পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতে দুই শতাধিক ফিলিস্তিনি এবং ১২ জন ইসরায়েলি নিহত হওয়ার পর এটিই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে গুরুতর সহিংসতার ঘটনা।

‘ব্রেকিং ডন’ কোডনামে এবারের এই অভিযান এক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

রবিবার গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা ফিলিস্তিনি রকেট ২০২১ সালের সংঘাতের পর প্রথমবারের মতো জেরুসালেমে গিয়ে পড়ে।

দক্ষিণ গাজার রাফা শরানার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদ গ্রুপের জ্যেষ্ঠ নেতা খালেদ মানসুর নিহত হবার পর এই রকেট হামলা চালানোর ঘটনা ঘটে।

Advertisement
Share.

Leave A Reply