fbpx

গাজায় ইসরায়েলি হামলায় ৪৪ জনের মৃত্যুর পর যুদ্ধবিরতি চুক্তি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইসরায়েল এবং ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসলামিক জিহাদ গ্রুপের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। সোমবার বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিন দিন ধরে গাজায় ইসলামিক জিহাদের নেতা এবং গ্রুপটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা এবং সশস্ত্র গ্রুপটির পক্ষ থেকে ইসরায়েল অভিমূখে রকেট হামলার পর মিশরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি চুক্তি হয়।

এ দফায় ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদ গ্রুপের ২ শীর্ষ নেতাসহ ৪৪ ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

২০২১ সালের মে মাসে গাজায় ইসরায়েলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর পর এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা।

রবিবার সন্ধ্যায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, তিনদিনের ইসরায়েলি হামলায় নিহত ৪৪ জনের মধ্যে ১৫টি শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়।

আর হতাহতের ঘটনার জন্য ইসরায়েলি আগ্রাসনকে দায়ী করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, “ব্রেকিং ডন” কোডনামের এবারের অভিযানে ইসলামিক জিহাদ গ্রুপের ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গ্রুপটির বেশ কয়েকজন উচ্চপদস্থ সদস্যকে হত্যা এবং টানেল ও অস্ত্র মজুদ করে রাখার স্থাপনা ধ্বংস করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply