fbpx

গাজায় মানবিক পরিস্থিতির অবনতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অধিকৃত গাজা উপত্যকায় টানা ১১ দিনের সংহিসতায় সেখানকার মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি বলছে, সর্বশেষ এই যুদ্ধে ৮০ হাজারের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধবিরতির পর তাদের অনেকেই ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হওয়া বাড়িতে ফিরতে শুরু করেছেন।

ইসরায়েলি হামলায় গাজার অনেক পানির পাইপলাইন ধ্বংস হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো ধারণা করছে,  ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর ও অবকাঠামো পুননির্মাণ করতে কোটি কোটি ডলার খরচ হবে। এবং এর জন্য কয়েক বছর সময় লাগবে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী বুধ ও বৃহস্পতিবার গাজা ও ইসরায়েল সফর করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন। গাজার অবকাঠামো পুননির্মাণে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

এ মাসের শুরুর দিকেই, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পরে। গাজায় একের পর এক ইসরায়েলি হামলায় নিহত হয় ৬৬ শিশুসহ অন্তত ২৪৮ জন ফিলিস্তিনি। দীর্ঘ ১১ দিনের সহিংসতায় পর মিসরের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও ফিলিস্তিন।

Advertisement
Share.

Leave A Reply