fbpx

গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অধিকৃত গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের রকেট হামলার জবাবেই পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল।

টেলিভেশনে দেয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন গাজায় হামলা অব্যহত থাকবে। তবে হতাহত যতটা কমানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে।‘

সপ্তম দিনের মত রবিবারও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

রবিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত চার জন ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় স্বাস্থ্যমন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।

সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে হামাসের প্রাধান ইয়াহিয়া আল- সিনওয়ারকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইলি বাহিনী।

গাজা থেকে ইসরাইলের তেল-আবিব লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালায় হামাস। এ সময় তেল-আবিবের বাসিন্দারা ভয় পেয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

চলমান সহিংসতা বন্ধে দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

শনিবার মার্কিন প্রেসিডেন জো বাইডেন চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাইডেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহুমুদ আব্বাসের সাথে এই বিষয় নিয়ে ফোনে কথা বলেন।

দুই পক্ষের সমঝোতায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত সোমবার থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত ১৪৮ জন। তাদের মধ্যে ৪১ টি শিশুও রয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি জন।

Advertisement
Share.

Leave A Reply