fbpx

গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ পান্ত, হতে পারত মৃত্যুও!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। বর্তমানে  অবস্থা স্থিতিশীল হলেও মৃত্যু হতে পারত তার, এমনটাই জানিয়েছে ভারতীয় পুলিশ।

গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন পান্ত, তখনই ধাক্কা লাগে একটি ডিভাইডারে। আগুন লেগে যায় গাড়িটিতে। এরপর গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙ্গে নিজেকে বের করে কোনোমতে প্রাণে বাঁচান তিনি। এরপর পান্তকে হাসপাতালে ভর্তি করান সেখানকার স্থানীয়রা।

প্রথমে রুরকির একটি হাসপাতালে নেয়া হলেও, এরপর দেহরাদুনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। পান্তের এক্সিডেন্টের বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, “ পান্ত গাড়ির মধ্যে থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগান বলে প্রাণে  বেঁচে গেছেন তিনি”

এ দুর্ঘটনায় বর্তমানে মৃত্যু শঙ্কামুক্ত হলেও গুরুতর আঘাত পেয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। পান্তের মাথা এবং পিঠে চোট লেগেছে, আগুনে ঝলসে গেছে পুরো পিঠ এবং ছিড়ে গেছে পায়ের লিগামেন্ট। এমনকি চিকিৎসকরা অস্ত্রপচার করার কথাও বলেছেন।

Advertisement
Share.

Leave A Reply