fbpx

গাদাগাদি করেই ঢাকায় ফিরছেন মানুষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদেরে ছুটিতে বাড়ি যাওয়া কর্মজীবী মানুষরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। রবিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় করোনা সংক্রমণ রোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে অনীহা দেখা গেছে যাত্রীদের মধ্যে।

একই সাথে ঢাকা থেকে এখনও পদ্মা পাড়ি দিয়ে বাড়ির দিকে ছুটছেন এই অঞ্চলের বাসিন্দারা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে এখনো ভিড় দেখা যাচ্ছে। তাদের অনেকেই ঈদের ছুটিতে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন।

মুন্সিগঞ্জের শিমুলীয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। শিমুলীয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।
শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অনেক মানুষ, তাই গাদাগাদি করেই আসছে আসতে হচ্ছে তাদের।

Advertisement
Share.

Leave A Reply