fbpx

গাফ্‌ফার চৌধুরীর নামে নগরে রাস্তার দাবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৮ জুন শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আবদুল গাফ্‌ফার চৌধুরী স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছিল।

আবদুল গাফ্‌ফার চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত এই শোকসভায় বক্তারা রাজধানীতে গাফ্‌ফার চৌধুরীর নামে সড়কের নামকরণের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, ‘গাফ্ফার চৌধুরী জনগণের জয়গান গেয়েছেন সারা জীবন। মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গেলে তাঁর গানের কাছে আমাদের চিরকাল আশ্রয় নিতে হবে।’

শোকসভায় গাফ্‌ফার চৌধুরীর ছোট বোন বেগম নেছা চৌধুরী জানান, ভাইকে দেশে এনে দাফনের ব্যবস্থা করায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

একটি ভালো সম্পাদনা পরিষদ পেলে আগামী বইমেলায় বাংলা একাডেমি গাফ্‌ফার চৌধুরী রচনাবলীর প্রথম খণ্ড প্রকাশের কথা জানান বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা।

আলোচনার একপর্যায়ে গাফ্ফার চৌধুরী রচিত অমর একুশের কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ আবৃত্তি করেন মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা।

১৯৩৪ সালে বরিশালের মেহেন্দিগঞ্জে জন্মগ্রহণ করেন আবদুল গাফ্ফার চৌধুরী। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতি নিয়ে তরুণ বয়সেই লিখেছিলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ গত ১৯ মে ৮৭ বছর বয়সে মারা যান গাফ্ফার চৌধুরী।

Advertisement
Share.

Leave A Reply