fbpx

গাড়ি চালাচ্ছিলেন স্বামী, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা এক নারী ও তার ২ বছরের ছেলের মৃত্যু হয়েছে।

১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। লেভেল ক্রসিংয়ে মাইক্রোবাসটি উঠে পড়লে জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ।

জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন নিহত মিতুর স্বামী মো. হাসান। এ সময় হাসানসহ গাড়িতে থাকা তার মেয়েও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই ওই নারী ও তার শিশুপুত্র নিহত হয়।

এ সময় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও জানা যায়,  বৃহস্পতিবার ভোরে স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন হাসান। একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালক তিনি।

Advertisement
Share.

Leave A Reply