fbpx

গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বন্দুক হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১ টার দিকে নারা শহরের নির্বাচনী প্রচারণা চালানো সময় তাকে গুলি করা হয়।

জাপানের গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তাকে পেছন থেকে গুলি করা হয়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় ৬৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর।

পুলিশ বলছে ৪১ বছর বয়সী হামলাকারীকে আটক করা হয়েছে।

জাপান পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনে একজন প্রার্থির সমর্থনে প্রচারণা চালানোর জন্য নারা শহরে গিয়েছিলেন শিনজো আবে।

তিনি ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে তার বড় প্রভাব রয়েছে। এই দলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ ছিল শিনজো আবের হাতে।

 

Advertisement
Share.

Leave A Reply