fbpx

গ্রিসে দাবানলে নিহত দুই, উচ্চ সতর্কতা জারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গ্রিসে ভয়াবহ দাবানলে এক দমকলকর্মীসহ নিহত হয়েছে দুই জন। অন্তত ছয়টি এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে অন্তত ১৫৪টি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এথেন্সের উত্তরাঞ্চলে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, তীব্র তাপদাহ দেশটিকে একটি আগুনের পিপেতে রুপান্তরিত করেছে। তিনি বলেন, ১৯৮৭ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে দেশটি।

উত্তর এথেন্সে লু হাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পরছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া কঠিন হয়ে পড়ছে। আগুন ছড়িয়ে পড়েছে ইভিয়া দ্বীপের কাছে। দ্বীপটিতে থাকা হাজারো বাসিন্দা ও পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ঝুঁকিতে রয়েছে অলিম্পকের জন্মস্থান অলিম্পিয়াও।

এর মধ্যেই আগামী কয়েকদিনে দেশটির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

দাবানল নিয়ন্ত্রণে দেশজুড়ে দমকল বাহিনীর সাথে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

 

 

Advertisement
Share.

Leave A Reply