fbpx

ঘরে বসেই করা যাবে ই-পাসপোর্টের নবায়ন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন থেকে ই-পাসপোর্টের নবায়ন অনলাইনে করা যাবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মানবসম্পদ, ব্যবস্থাপনা ও অর্থ) উম্মে সালমা তানজিয়া।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সিলেটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ডিজিটাল বাংলাদশে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এর সঙ্গে সঙ্গতি রেখে পাসপোর্ট প্রাপ্তিও নিশ্চিত করার উদ্যাগ নিয়েছে সরকার।”

তিনি বলেন, “পাসপোর্ট করার ক্ষেত্রে রোহিঙ্গা টেস্ট উঠিয়ে নেওয়া হয়েছে। এমআরপি থেকে ই-পাসপোর্ট করতে পুলিশি তদন্ত (ভেরিফিকেশন) লাগবে না। ই-পাসপোর্ট নবায়ন পাসপোর্ট অফিসে না গিয়ে ঘরে বসে অনলাইনেই করা যাবে।”

সিলেটে পাসপোর্টের চাহিদা বিবেচনায় নিয়ে এখানে আরেকটি পাসর্পোট অফিস করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সালমা তানজিয়া জানান, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে পড়ে থাকা প্রস্তুতকৃত হাজার দুয়েক পাসপোর্ট উপজেলা পর্যায়ে বিতরণের ব্যবস্থা করা হবে। পাসপোর্ট সেবার জন্য একটি কল সেন্টারও করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply