fbpx

চকবাজারের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা দুই ঘণ্টা চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উর্দুরোড চকবাজারের নোয়াখালী ভবনে লাগা আগুন। শুক্রবার (১১ ডিসেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রসঙ্গত,চকবাজারের ওই ভবনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।ওই ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিল বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান জানান, প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা পর মোট ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি।

Advertisement
Share.

Leave A Reply