fbpx

চট্টগ্রামে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের আগ্রাবাদে দেশিয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ডবলমুরিং থানাধীন বংশালপাড়া এলাকার একটি বাড়ির ছাদে এই কারখানার সন্ধান মেলে।

২৯ জানুয়ারি শুক্রবার ভোরে  অভিযান চালিয়ে দুইটি পাইপগান,একটি এয়ারগান, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বংশালপাড়া এলাকায় একটি গুলির শব্দ শোনা যায়, সেই গুলির শব্দের সন্ধান করতে গিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলে।

পুলিশ জানান, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সেখানে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায়। তিনি জানান, মেহেরুন নেসা মুক্তাকে গ্রেফতাঁর করা হলেও তার স্বামী নেজাম খান পলাতক রয়েছেন । পুলিশ বলছে নিজামকে আটক পারলে জানা যাবে তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না।

অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

Advertisement
Share.

Leave A Reply