fbpx

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২রা মার্চ দুপুরে বন্দর নগরের চট্টেশ্বরী রোডের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রাবাসে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পক্ষের কর্মীদের সাথে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল পক্ষের কর্মীদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় হলের কয়েকটি রুমে ভাংচুর চালায় তারা। চমেকে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ হয়েছে বলে জানায় স্থানীয়রা।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের ফলে হলের কয়েকটি রুম ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ছাত্রদের মধ্যে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

চট্টগ্রাম আওয়ামী লীগের দুই নেতার দুই গ্রুপ, সংঘর্ষের জন্য একে অন্যকে দোষারোপ করছে বলেও জানায় পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply