fbpx

চট্টগ্রামে মিতু হত্যা মামলায় পিবিআই হেফাজতে বাবুল আক্তার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাঁচ বছর আগের চট্টগ্রামে মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০১৬ সালের ৫ জুন ভোরে মাহমুদা খানম মিতুকে চট্টগ্রামের জিইসি মোড়ে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করা হয়। স্ত্রীর মৃত্যুর খবরে ওই দিন দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যান স্বামী বাবুল আক্তার। তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রী লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারে, এমন অভিযোগ এনে পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার।

মিতুর বাবা মোশাররফ হোসেন মিতু হত্যায় বাবুল আক্তারকে দায়ী করেন। তিনি তদন্ত কর্মকর্তাকে অভিযোগ সাপেক্ষে বেশকিছু তথ্য দেন বলে জানান মোশাররফ হোসেন। ২০১৭ সালের ২৪ জুন রাতে ঢাকার বনশ্রীর শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে ঢাকা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

চাঞ্চল্যকর এই মামলা সে সময় নানা কারণে থেমে থাকলেও শেষ পর্যন্ত মামলাটির তদন্তভার ‘আদালতের নির্দেশে’ গত বছরের জানুয়ারিতে চলে যায় পিবিআইতে।

Advertisement
Share.

Leave A Reply