fbpx

চট্টগ্রামে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের সন্দ্বীপে মনিরূল আলম নামে এক ব্যাক্তিকে হত্যার দায়ে করা মমলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ  দিয়েছে আদালত।

৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ কেএম মোজাম্মেল হক এই আদেশ দেন।

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, মাকসুদুর রহমান প্রকাশ, শাহিন চেয়ারম্যান, জামাল, আব্দুর রহমান প্রকাশ রহমান হুজুর, আহসান উল্লাহ, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, ফারুক, ফুলি মিয়া, আশ্রাফ ও আবদুর রহমান।

এই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নয় আসামি। আর বাকি দুই আসামি এখনও পলাতক রয়েছে। পলাতক দুজন হলেন, আব্দুর রহমান ও আশ্রাফ। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ারা ইস্যু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান রায়।

তিনি জানান, আদালতে রায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর আগে ২০১৫ সালের ৩১ জুলাই মনিরুল ইসলামকে মগধরা ইউনিয়নের ষোলশহরের জেলেপাড়ায় কুপিয়ে হত্যা করে আসামিরা।

ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এরপর ২০১৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে মামলাটি।

Advertisement
Share.

Leave A Reply