fbpx

চট্টগ্রাম ও সিলেট বিভাগে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চেয়ারম্যান পদের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

২৫ অক্টোবর (সোমবার) বিকেলে গণভবনে আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া মূলতবি সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ।

তালিকাটি দেখতে ক্লিক করুন

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০ পৌরসভায় জনপ্রতিনিধি এবং এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ২ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের ভোট গ্রহন হবে। ডিসেম্বরের মধ্যে সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement
Share.

Leave A Reply