fbpx

চতুর্থ দফায় ভাসানচরের পথে রোহিঙ্গারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে চতুর্থ দফায় রওনা দিয়েছে ২ হাজার ১০ জন রোহিঙ্গা। নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে তাদেরকে ভাসানচরে নেয়া হচ্ছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে করে এই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছে।

গতকাল রবিবার ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে এই রোহিঙ্গারা কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছান। এছাড়া, আজ সোমবার আরো দেড় হাজার রোহিঙ্গাকে চট্টগ্রাম পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে আরো তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ৬ হাজার ৬শ’৮৮ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় সূত্র। সূত্রটি আরো জানায়, মোট এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরের আশ্রয়শিবিরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের।

বর্তমানে উখিয়া ও টেকনাফের মধ্যে ৩৪টি আশ্রয়শিবিরে মোট সাড়ে ১১ লাখ নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply