fbpx

চতুর্থ দিনে আশা দেখিয়েও খেই হারালো বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনেও দূর্দান্ত সূচনার পর খেই হারালো বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান, জয়ের জন্য প্রয়োজন আরও ২৪২ রান।

বাংলাদেশের ইনিংসের শুরুটা চমৎকার করেছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। তবে বিপত্তি ঘটতে শুরু করে দিনের দ্বিতীয় সেশন থেকেই। দ্বিতীয় সেশনের শুরুতেই শান্ত এবং ইয়াসির আলী রাব্বির উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

তবে এরপরে সেট ব্যাটার জাকির এবং লিটন সাময়িক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করলেও লিটনের দায়িত্বজ্ঞানহীন এক শটে ম্যাচের মোমেন্টাম আবারও শিফট হয় ভারতের দিকে। লিটনের উইকেটের পর বাঁহাতি ব্যাটার জাকির হাসান করেন নিজের অভিষেক সেঞ্চুরি।

চতুর্থ দিনে আশা দেখিয়েও খেই হারালো বাংলাদেশ

অভিষেক টেস্টে সেঞ্চুরির পর উচ্ছ্বসিত জাকির হাসান

তবে সেঞ্চুরির পর টিকতে পারেননি জাকিরও। অশ্বিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি সফরকারিদের। নিয়মিত বিরতিতে বাংলাদেশি ব্যাটারদের উইকেট। চতুর্থ দিন শেষে উইকেটে অপরাজিত আছেন সাকিব আল হাসান (৪০) এবং মেহেদি হাসান মিরাজ (৯)।

Advertisement
Share.

Leave A Reply