fbpx

চরকিতে আসছে ‘অতিথি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আজ (৯ সেপ্টেম্বর) রাত ৯টায় স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অতিথি’ মুক্তি পাবে। এক নবজাতকের জন্মকে কেন্দ্র করে অনিচ্ছুক এক সম্পর্কে জড়িয়ে পড়ে দুটি পরিবার। এই দুই পরিবারের গল্পই উঠে এসেছে এই সিনেমায়।

করোনা পরবর্তীতে মানুষের জীবন কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে সেটাই ভাবতে সেখাবে এই গল্প। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক এবং অভিনেত্রী সানজিদা প্রীতি।

সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ শাহী। তিনি ইতালি প্রবাসী। দেশে ও ইতালিতে নিয়মিত কাজ করেন তিনি।

ফরহাদ শাহী বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য হলেও যাত্রাটা ছিল পূর্ণদৈর্ঘ্য ফিল্মের মতো। চিত্রনাট্য লিখে  দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয়েছে। কাস্টিং চূড়ান্ত করতেও সময় লেগেছে। সব মিলিয়ে সময় নিয়ে কাজটি করেছি। চরকির মতো বড় প্ল্যাটফর্মে ছবিটা যাচ্ছে, এটা আমার জন্য খুবই খুশির সংবাদ। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

অভিনেত্রী সানজিদা প্রীতি জানান, ‘দুই শ্রেণির দুই যুগলের জীবনের টানাপেড়েন, জটিলতা, চাওয়া–পাওয়া, এসব নিয়েই গল্প। পরিচালক যত্ন নিয়ে বানিয়েছেন।’

ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আসাদুজ্জামান আবীর।

এতে অভিনয় করছেন এ কে আজাদ সেতু, সুষমা সরকার, জায়নাল আবেদিন, আবদুল্লাহ রানা, ফারজানা মুক্ত, নওশাদ আকরাম, কে এম কনক, মিরাজ বুলেট প্রমুখ।

 

Advertisement
Share.

Leave A Reply