fbpx

চরকিতে ইরানি সিনেমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়াহিদ তেহরানে রওনা দেন তার চার বছরের ছোট ছেলের সার্জারি বন্ধ করতে। কিন্তু ওয়াহিদের পৌঁছানোর আগেই তার সন্তানের মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য ওয়াহিদ দায়ী করেন তারই সাবেক স্ত্রী ফাহিমাকে। সন্তানের এই মৃত্যুই ওয়াহিদ ও ফাহিমার সম্পর্ককে একটি নতুন মোড় দেয়।

ইরানি সিনেমা জিরো ফ্লোর-এর গল্পটা এমনই। ইব্রাহিম ইব্রাহিমিয়া পরিচালিত ৭৯ মিনিটের এই সিনেমাটি ইরানি ভাষায় মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এবার বাংলা ভাষায় চরকিতে আগামী ১২ মে বৃহস্পতিবার রাত ৮টায় দেখা যাবে সিনেমাটি।

সিনেমায় দেখা যাবে হামিদ রেজা আজারাং, জাভেদ ইজাতি, বেহদোখত ভালিয়েনসহ আরও অনেককে।

প্রত্যেক সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দেয়ার প্রতিশ্রুতি থেকেই চরকি অরিজিনালের পাশাপাশি মালায়লাম, কোরিয়ান, ইরানি, টার্কিশসহ বিভিন্ন ভাষার কনটেন্টও বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে।

‘জিরো ফ্লোর’ ড্রামা ঘরানার ছবি। এই সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবে পরিবার নিয়ে। অ্যাকশন, ড্রামা, ইমোশন সব আছে এই এক ফিল্মে। চরকিতে এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে সম্পূর্ণ বাংলায়।

Advertisement
Share.

Leave A Reply