fbpx

চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর এর একাধিক কালজয়ী চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। কানাডার টরেন্টোতে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তিনি মারা যান।

তার কন্যা আলিয়া রহমান বিন্দির বরাত দিয়ে তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শেষ এক বছর কৃত্রিম অক্সিজেন ছাড়া চলতে পারতেন না।

আজিজুর রহমান প্রায় ১২ বছর ধরে কানাডায় তার দুই সন্তানের সঙ্গে থাকতেন। তার মরদেহ বগুড়ার সান্তাহারে পারিবারিক কবরস্থানে দাফন হবে। পারিবারিকভাবে আজিজুর রহমানের মরদেহ দেশের আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সোহান আরও জানান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ছিলেন আজিজুর রহমান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে পরিচালক সমিতি।

১৯৫৮ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে আজিজুর রহমানের।১৯৬৭ সালে তিনি প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন। জীবন দশায় তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

Advertisement
Share.

Leave A Reply