fbpx

চলমান লকডাউন বাড়ানোর পক্ষে স্বাস্থ্য অধিদফতর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বাড়ানোর জন্য এবার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

৩০ জুলাই (শুক্রবার) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বিষয়টি জানান।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষথেকে চলমান লকডাউন আরও বাড়ানোর জন্য ১০ দিন আগেই মিটিং-এ সুপারিশ করা হয়েছে বলে জানান ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি বলেন, যদিও এ ব্যপারে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। তবে যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো?

সংক্রমণ এভাবে বাড়তে থাকলে করোনা পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। এ কারণেই বিধি-নিষেধ আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানান স্বাস্থ্য মহাপরিচালক।

গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে চলছে লকডাউন, যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

 

Advertisement
Share.

Leave A Reply