fbpx

চলে গেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আবদুল মতিন খসরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ নেতা আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন । বুধবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সায়েম খান বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বর্ষীয়ান এই নেতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি। তিনি কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ পদে নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পান।

১৯৫০ সালে কুমিল্লায় মতিন খসরু জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ নেন।

প্রবীণ এই নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোক জানিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply