fbpx

চলে গেলেন ‘আনোয়ার গ্রুপে’র প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন আজ মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আজ বুধবার (১৮ আগস্ট) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আনোয়ার গ্রুপের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ২০১২ সাল থেকে আনোয়ার হোসেন ডিমেনশিয়া ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মরহুমের নামাজে জানাজা ধানমন্ডি ৭ নম্বর রোডে বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দেশের পুরোনো উদ্যোক্তাদের অন্যতম আনোয়ার হোসেন। ‘মালা শাড়ি’ বাংলাদেশের শাড়ির জগতে প্রথম সুপরিচিত ব্র্যান্ড। দেশের মুক্তিযুদ্ধের আগে ও পরে এ শাড়ি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, বিয়ে মানেই ছিল মালা শাড়ি।

১৯৬৮ সালে তিনি প্রথম বড় কারখানা ‘আনোয়ার সিল্ক মিলস’ প্রতিষ্ঠা করেন। বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, আবাসন, পলিমার, আসবাব, অটোমোবাইল, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রায় ৩৬টি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দ্য সিটি ব্যাংকে চার দফায় চেয়ারম্যান ছিলেন আনোয়ার হোসেন।

Advertisement
Share.

Leave A Reply