fbpx

চলে গেলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাতে মারা গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ। তাঁর বোন কবিতা ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

অনেকদিন ধরেই ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন তিনি। গুনি এই শিল্পীর চিকিৎসার জন্য গেল বছর জুলাইয়ে,  ২১ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কবিতা ঘোষ জানান, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন নমিতা ঘোষ। এরপর তাঁকে ভর্তি করা হয়েছিল  রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬৫ বছর বয়সী এই শিল্পী।

মৃত্যুর পর নমিতা ঘোষের মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখান থেকে শনিবার (২৭ মার্চ) দুপুরে তার দেহ পুরান ঢাকার শাঁখারি বাজার শণি মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে দুপুর ২টার দিকে তাঁর মরদেহ পোস্তগোলা শ্মশানে নেওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সর্বশেষ ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি আয়োজনে অংশ নিয়েছিলেন নমিতা ঘোষ।

নমিতা ঘোষ মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে শিল্পী হিসেবে যোগ দেন। তিনি ছিলেন এই আয়োজনে অংশ নেয়া প্রথম নারী শিল্পী।

 

Advertisement
Share.

Leave A Reply