fbpx

চলে গেলেন টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার থেকে জানা যায়, গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক। বুধবার(২৩ মার্চ) একটি রিয়েলিটি শোতে তিনি অংশ নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। বাসায়ই চিকিৎসা চলছিলো এই অভিনেতার। বৃহস্পতিবার(২৪ মার্চ) ভোরে তিনি মারা যান।

নব্বইয়ের দশকে অভিষেক দারুণ জনপ্রিয় অভিনেতা ছিলেন। প্রসেঞ্জিৎ চ্যাটার্জী, তাপস পালদের সাথে পাল্লা দিয়ে কাজ করেছেন।

১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম নেওয়া অভিষেক চ্যাটার্জী ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘নীলাচলে কিরীটি’ প্রভৃতি।

মৃত্যুর আগে তিনি বড় পার্দার চেয়ে ছোট পর্দাতেই বেশি ব্যস্ত ছিলেন।

 

Advertisement
Share.

Leave A Reply