fbpx

চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিচার্জ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ ব্যানারে একদল শিক্ষার্থী শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে। এ সময় তারা সরকারকে ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরির বয়স বৃদ্ধি করার দাবি’ জানায়। এতে রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। শাহবাগসহ আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এর প্রায় ২৫ মিনিট পর রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার এ বিষয়ে জানান,  চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে তারা রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি। একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। তবে যেহেতু কোনো মারামারি বা অন্যকিছু হয়নি তাই এ ঘটনায় কোন মামলা হবে না বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply