fbpx

চারদিন গ্যাস সরবারহ বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত গ্রাহক পযায় গ্যাস সরবারহ বন্ধ রয়েছে। জেলার আশুগঞ্জ থেকে আখউড়া স্থল বন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক থেকে স্থানান্তর করা গ্যাসের পাইপলাইনে গ্যাস সরবারহের কাজের জন্য গতকাল মঙ্গলবার থেকে চারদিন ১৯ মে পর্যন্ত গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য চারদিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। তবে ১৯ মে’র আগেই গ্যাস সরবরাহ শুরুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ মে) থেকে গ্যাস সরবারহ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত গ্রাহক পযায় গ্যাস পাচ্ছে না। এত বিপাকে পরেছেন কয়েক হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগের গ্রাহকরা।

এই সুযোগে গ্যাস এলপিজি সিলিন্ডার বাড়তি দামে বিক্রয় করার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে।

Advertisement
Share.

Leave A Reply